এবারে বউদিকে ধর্ষণ করার অভিযোগ উঠল দুই দেবরের বিরুদ্ধে
HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ এবারে পারিবারিক বিবাদের জেরে বৌদিকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ধর্ষণ করার অভিযোগ উঠলো দুই দেবরের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায়। সাত সকালে এই ঘটনাটি এলাকায় জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের রোষের মুখে পড়ে অভিযুক্ত দুই দেওর এলাকা থেকে পালিয়ে যায়।
তড়িঘড়ি গুরুতর অসুস্থ অবস্থায় বছর চল্লিশের ওই গৃহবধূকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় নির্যাতিতা ওই গৃহবধূ অভিযুক্ত দুই দেবর নরেন প্রামাণিক এবং সুরেন প্রামাণিকের বিরুদ্ধে মালদার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ধর্ষিতার পরিবার। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে যে, একই বাড়িতেই থাকেন প্রামানিক পরিবারের তিন ভাই।
নির্যাতিতা গৃহবধূর স্বামী জয়দেব প্রামানিক পেশায় সেলুনের ব্যবসায়ী। ঘটনার সময় তিনি ছিলেন না। এদিন সকালে বাড়ির একটি কমন রাস্তা পরিষ্কার করা নিয়ে গোলমালে সূত্রপাত হয় বৌদির সাথে দুই দেবরের। সেই সময় অভিযুক্ত দুই দেবর বড় বৌদির মুখ চেপে ঘরে নিয়ে গিয়ে মারধর দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই গৃহবধূর চিৎকারেই আশপাশের লোকজন এসে জমা হয়। তখনই অভিযুক্ত দোষীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ সুত্রের খবর।