সর্বকালের গরমের রেকর্ড ভাঙ্গতে চলেছে চলতি মাসের শেষ সপ্তাহ
ভয়ংকর সংবাদ, আগামী শনিবার ও রবিবার দিনভর থাকছে বিপদসংকুল সময়। তীব্র দাবদাহের জেরে যত্রতত্র আগুন লেগে যাওয়ার সম্ভবনা নিয়ে সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর।
HnExpress নিজস্ব প্রতিবেদন, ওয়েদার রিপোর্ট : সর্বকালের রেকর্ড ভাঙ্গতে চলেছে ২০২৪ এর ২৭ ও ২৮শে এপ্রিল। এক, দুই, তিন করে বেড়েই চলেছে তাপপ্রবাহের (Heat Wave) দিন। সাধারণ হিট ওয়েবেই জেরবার বাংলার মানুষ। এবার সারা বাংলা জুড়ে জারি হলো বিশেষ সতর্কবার্তা। চলতি সপ্তাহের শনি ও রবিবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের সর্বকালের রেকর্ড ভেঙে ফেলবে তীব্র তাপপ্রবাহ, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর (Weather office)। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৪৩° থেকে ৪৫° সেন্টিগ্রেডে।
অন্যদিকে সমস্ত দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা উঠে যেতে পারে ৪৬° থেকে ৪৯° সেন্টিগ্রেডের আশেপাশে। দুপুরে চরম থেকে চরমতম লু বইতে পারে বাতাসে। প্রখর রোদের দাপটে ও লু বাতাসে সানস্ট্রোক ও হিটস্ট্রোকের প্রবনতা বৃদ্ধি পাবে ৯০% অব্দি। সব থেকে মারাত্মক ও চিন্তার বিষয় শুষ্ক আবহাওয়ায় দাবানল (Forest fire) ও যত্রতত্র আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই বাড়ি হোক বা রাস্তাঘাট বা অফিস, দোকান বিশেষ সতর্কতা অবলম্বন করুন।
এই তাপপ্রবাহ থাকবে আগামী বুধবার অব্দি, এমনটাই জানাচ্ছে ওয়েদার রিপোর্ট (Weather report)। রোদের মধ্যে পেট্রোল, ডিজেল চালিত কোনো যানবাহন দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখবেন না। প্রখর রোদে দীর্ঘক্ষণ বাইক, গাড়ি চালাবেন না। আগুনের কিছু দেখলেই সতর্ক হন ও দ্রুত ব্যবস্থা নিন। সাথে পর্যাপ্ত জল, ছাতা, সানগ্লাস রাখুন। প্রয়োজনে মানুষের সাহায্য নিন। খুব শরীর খারাপ লাগলে নিকটবর্তী স্বাস্থকেন্দ্রে (Health Centre) ডাক্তার দেখান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সতর্ক থাকুন।