September 10, 2024

চরম তাপপ্রবাহের সতর্কতা ৯টি জেলায়! দূর দূর পর্যন্ত দেখা নেই বৃষ্টির

0
Advertisements

বৃহস্পতি-শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কতা ৯টি জেলায়! আপনার জেলা কি আছে সেই তালিকায়? সারা এপ্রিল মাসই কি চলবে এই তাপপ্রবাহ? কি বলছেন আবহাওয়াবিদরা—

HnExpress ওয়েদার রিপোর্ট ঃ চলতি মাসের সপ্তাহান্তেও তাপপ্রবাহের (Heat Wave) লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। আবহাওয়া দফতরের দ্বিপ্রাহরিক আপডেট অনুসারে, আজ বিকেল অবধি আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। যদিও তাপপ্রবাহের পরিস্থিতি অনুভূত হবে দুপুরে। প্রচণ্ড অস্বস্তিকর গরমের পরিস্থিতি বজায় থাকবে। আর কাল থেকে শুরু হবে তীব্র তাপপ্রবাহ (Severe Heat Wave)। সর্ব নিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বোচ্চ ৪০ ডিগ্রি থাকতে পারে।

বুধবার থেকে ফের গরম বাড়বে কলকাতায়, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর (Weather office)। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে সপ্তাহভর। আগামীকাল চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণায়। বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কতা থাকবে ৯টি জেলায়। দক্ষিণের পর উত্তরেও পৌঁছবে সেই তাপপ্রবাহ, বলছে আবহাওয়া দফতর। বাড়বে গরম (Heat)। বুধ থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে রাজ্য জুড়ে।

অন্যদিকে আগামী কয়েকদিন সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে। ৪২ থেকে ৪৩ ডিগ্রির মধ্যে রয়েছে মারাঠাওয়াড়া, তেলেঙ্গনা রায়েলসীমা, মধ্যপ্রদেশের কিছু অংশ এবং ওড়িশা, গুজরাট ও বিদর্ভের কিছু অংশ। ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সৌরাষ্ট্র থেকে কচ্ছ, মধ্যপ্রদেশের কিছু অংশ ও ছত্রিশগড়, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকালের বেশির ভাগ এলাকায়।

Advertisements

Leave a Reply