অবশেষে জামিনে মুক্তি পেলেন কেজরিওয়াল
HnExpress নিজস্ব প্রতিনিধি, দিল্লি : দেশের শীর্ষ আদালতে অন্তবর্তীকালীন জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arbinda Kejriwal)। তবে মাত্র ২১ দিনের জন্যই জেলের বাইরে থাকতে পারবেন আপ সুপ্রিমো। ১লা জুন, লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি। ২রা জুন তাঁকে আবারও জেলেই পদার্পণ করতে হবে বলে আদালত সূত্রের খবর। দিল্লির ‘আবগারি দুর্নীতিকাণ্ডে’ গত ২১শে মার্চ তাঁকে গ্রেফতার করেছিল ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই থেকেই তিহাড় জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী।
গ্রেফতারির প্রায় ৫০ দিন পর নির্বাচন সূত্রে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। গ্রেফতারির আগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ৯ বার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি হাজিরা দেননি। ২১শে মার্চ সন্ধ্যা ৭টা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছায় ইডি (ED)। ঘণ্টা দুয়েকের তল্লাশি অভিযান শেষে বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল ফোন। এরপরেই রাত ৯টা নাগাদ কেজরীওয়ালকে গ্রেফতার করা হয়। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রীর (Chief Minister) বাসভবনের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
২২শে মার্চ কেজরীওয়ালকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানো হয়। দিল্লির মুখ্যমন্ত্রীকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি (ED)। আদালতে ঢোকার পথে সংক্ষিপ্ত মন্তব্যে কেজরীওয়াল বলেছিলেন, “আমার জীবন দেশের প্রতি নিবেদিত।” সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, জেলের ভিতর থেকেও তিনি মানুষের জন্যই কাজ করে যাবেন। তাঁর গ্রেফতারির পরেই উত্তপ্ত হয়ে ওঠে ভারতের গোটা রাজধানী (Capital)।