দাবদহে জ্বলছে বাংলা, ফলে সিলেবাস শেষ করতে ভরসা সেই অনলাইন

0

HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ করোনাকালে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে পড়ে। সে সময় পঠন-পাঠন থেকে শুরু করে অফিস কাছারির মিটিং-এর ভরসা হয়ে উঠেছিল অনলাইন (Online) মাধ্যম। কিন্তু কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ফিকে হয়ে আসে অনলাইন পরিষেবা। এবার স্কুল থেকে শুরু করে কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবারো ভরসা হয়ে উঠতে চলেছে অনলাইন ক্লাস। কারণ স্বরূপ গোটা বাংলা জুড়ে চলা দাবদাহের (Heat wave) এই করুণ পরিস্থিতি। 

দাবদাহের (Heat wave) কারণে এগিয়ে আনতে হয়েছে স্কুলের গরমের ছুটি। পরিস্থিতি বিবেচনা করে গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দফতর গরমের ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করে। কিন্তু তার পরেই স্কুলগুলিতে প্রশ্ন দেখা দিয়েছে, নির্দিষ্ট সময়ে কী ভাবে শেষ করা সম্ভব হবে পরীক্ষার সিলেবাস (syllabus)! তাই বেশ কিছু সরকারি স্কুল ইতিমধ্যেই আবারও সেই অনলাইনে ক্লাস করার বিষয়ে উদ্যোগ শুরু করেছে।

অত্যাধিক গরমের কারণে সেই আগের পন্থায় ফিরতে হচ্ছে স্কুলগুলিকে। এ ক্ষেত্রে অনলাইন ক্লাস (Online class) চালুর বিষয়ে শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন স্কুল কর্তৃপক্ষ। শিক্ষা দফতর সূত্রে খবর, প্রচন্ড দাবদাহের (Heat wave) কারণে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা-অশিক্ষক কর্মীদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনও স্কুল চাইলে বিকল্প পদ্ধতিতে সিলেবাস (syllabus) শেষ করার উদ্যোগ নিতেই পারে। 

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply