কালবৈশাখীর দেখা না মিললেও, পারদ কমতে পারে চলতি সপ্তাহের শেষে

0


HnExpress ওয়েদার রিপোর্ট : সৌর তাপে টগবগ করে ফুটছে দেশ সহ পশ্চিমবঙ্গের সব জেলাই। হাসঁফাস গরমে নাভিশ্বাস উঠছে সকলের। কবে দেখা মিলবে বৃষ্টির, চাতক পাখির মতো সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী। বৃষ্টি নিয়ে তেমন কোনো স্বস্তির খবর দিতে পারছে না আবহাওয়া দফতর। তবে কিছুটা আশার আলো দেখালো আলিপুর আবহাওয়া দফতর।

ইদের দিন, অর্থাৎ ২২শে এপ্রিল শনিবার থেকে দক্ষিণবঙে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। প্রচণ্ড দাবদাহের হাত থেকে কিছুটা স্বস্তি পাবে মানুষ। যদিও এখনই কালবৈশাখী বা প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাছেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহের শেষে উপকূলের জেলা সহ ৩-৪টি জেলায় ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকছে। বেলা বাড়লেই বইবে লু। গরম সহ জ্বালা পোড়া যুক্ত অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার অব্দি। আপাতত ৪-৫ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সব জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে।



অন্যদিকে উত্তরবঙ্গেও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। মালদা ও দুই দিনাজপুরের কোথাও কোথাও লু এর মতো পরিস্থিতি হতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে পার্বত্য এলাকা ছাড়া বাকি জেলাগুলিতেও। হাওয়া অফিস সুত্রে, আগামীকাল থেকেই উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং সহ পার্বত্য এলাকা সংলগ্ন জেলাগুলিতে। বেলা বাড়লেই চিড়বিড়িয়ে উঠছে গোটা শরীর, বইছে লু। অনুভূতি এমন, যেন মনে হচ্ছে কলকাতাতেই মরুভূমি চলে এসেছে। আগামী শুক্রবার পর্যন্ত সেই শুকনো গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রাও ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৬%।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply