ফের দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

0


HnExpress ওয়েদার রিপোর্ট ঃ প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তির দুফোঁটা বৃষ্টি শান্ত করে ছিল ধরণী। তবে তাপপ্রবাহ না থাকলেও অস্বস্তিকর গরম এখনও যথেষ্টই। তারই মধ্যে ফের ঝড়-বৃষ্টির ভ্রুকুটি বাংলা জুড়ে, পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী বেশ কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, তবে আপাতত তাপপ্রবাহের সেরকম কোনও সতর্কবার্তা নেই।

দক্ষিণবঙ্গে বুধবার এবং বৃহস্পতিবার বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির তীব্র সম্ভাবনা রয়েছে। ফলে বিক্ষিপ্তভাবে দু এক জেলায় সামান্য শিলাবৃষ্টিও হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সহ ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি।

কলকাতাতেও দু-একদিনের মধ্যে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকায়। শুক্র ও শনিবার শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা কলকাতা শহরে। রবিবার থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী ২ থেকে ৩ দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আরও নীচের দিকে অর্থাৎ মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে।



শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। শুক্র, শনি এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর সম্পাদক জানা গেছে, বিদর্ভে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার টানে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকচ্ছে স্থলভাগে। সেই কারণেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

আবার উত্তর-পশ্চিম বাতাসে শুকনো গরম আসছে। বঙ্গোপসাগরে কোন প্রেশার না থাকায় জলীয় বাষ্পের পরিমাণ কমছে। বিদর্ভের ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডের দিকে এগোতে পারে। তার ফলে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের উপকূলের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এপ্রিল মাসে এমনিতেই গরম থাকে রাজ্যে। সেইরকমই তাপমাত্রা থাকবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা খুব একটা বেশি মাত্রায় পৌঁছবে না।

অর্থাৎ এপ্রিল মাসে আর নতুন করে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ১-২ ডিগ্রি উপরে তাপমাত্রা পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে প্রায় ৪০-এর কাছে পৌঁছলেও কলকাতায় ৩৭ ডিগ্রির কাছাকাছিই থাকবে তাপমাত্রা, এমনটাই দাবি আবহাওয়াবিদদের।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply