রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়
HnExpress ওয়েদার রিপোর্ট ঃ রাজ্য তথা কলকাতা জুড়ে এখন চলছে বৃষ্টির মৌসুম৷ গোটা রাজ্য জুড়েই চলছে ঝড়ের তাণ্ডব৷ কোথাও মাঝে মাঝেই আসছে ঝড়, কোথাও বা বৃষ্টি৷ রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়৷ আইএমডি (IMD) -এর তরফ থেকে বলা হয়েছে, আগের বারের মতো এ বারে গ্রীষ্মের শুরুর মাসগুলিতে ঝড়-বৃষ্টি নাও হতে পারে৷ মানে, না হওয়ার সম্ভাবনাই বেশি৷
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭°সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯° সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৪%, বাতাস বইবে ১২ কিমি/ ঘন্টা। আজ কলকাতা ও আশপাশের এলাকার আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশকিছু জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। শুক্রবার এই তাপমাত্রাই ছিল প্রায় ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। তফাত প্রায় ৫ ডিগ্রির মতো। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে রবিবার রাত থেকে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতির উন্নতি হতে পারে ৪ঠা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে। শনিবার সকালে তাপমাত্রা তুলনামূলক হ্রাস পেয়েছে।
আগামী ২৪ ঘন্টাতেও তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে তার পরের তিন দিন ফের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দফতর সুত্রে জানা গেছে। এই বছর মার্চ মাসে আবহাওয়া সামান্য পরিবর্তন হয়েছে। সারা মাস জুড়ে দেখা গিয়েছে বৃষ্টির দাপট। যদিও এই বৃষ্টি গরমের হাত থেকে রেহাই দেবে না বলেই জানা গিয়েছে। এপ্রিল মাসেই বদলে যাওয়ার সম্ভাবনা আবহাওয়ার। তীব্র গরমের পূর্বাভাস রয়েছে এপ্রিল মাস থেকেই।