December 10, 2024

অবশেষে স্বস্তির খবর শোনাল হাওয়া ভবন

0
Img 20190626 Wa0077.jpg
Advertisements

HnExpress জয় গুহ, ওয়েদার রিপোর্ট ঃ অল্প স্বল্প বৃষ্টি দিয়েই এতদিন মনকে স্বান্তনা দিচ্ছিলেন শহরবাসী। তবে এবার দক্ষিণবঙ্গের জন্য আসচ্ছে স্বস্তির সুখবর। হ্যাঁ, অবশেষে প্রবল বৃষ্টি নামতে চলেছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামি কাল থেকে দক্ষিণের আবহাওয়ায় আসছে বদল।

হাওয়া অফিস জানিয়েছে, ২৮-২৯ জুন দক্ষিণ বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ৩০ শে জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে ১ জুলাই থেকে ৩রা জুলাই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে অনুমান। আলিপুর আবহাওয়া দফতর আরো জানিয়েছে, এরপর ভারী বৃষ্টি হতে পারে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। আজও দক্ষিণবঙ্গে ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি।

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

অন্যদিকে টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলা গুলিতেও, উত্তরের প্রায় ৫টি জেলায় আজ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই সুত্রের খবর। হাওয়া দফতর সুত্রে জানা গেছে, ২৮শে জুন পর্যন্ত উত্তরে ভারী বর্ষণ ধারা চলতেই থাকবে। আর এই প্রবল বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় ধস নামারও আশঙ্কা রয়েছে অনেকাংশে। তুমুল বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ারেও।

Advertisements

Leave a Reply