September 8, 2024

মোহনবাগান উড়িয়ে দিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ আইএসএল (ISL) ফুটবলে লিগ ও শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টস দল। বৃহস্পতিবার সবুজ মেরুন ব্রিগেড ৪-০ গোলে উড়িয়ে দিলো সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি’কে (FC)। এক কথায় বলা যায় বেঙ্গালুরুকে দাঁড়াতেই দেয়নি সবুজ মেরুন ফুটবলাররা। রীতিমতো আধিপত্য বিস্তার করে খেলেছে মোহনবাগান। খেলা শুরু হওয়ার কিছু সময় পেরোতেই পেনাল্টি (penalty) পেয়ে যায় বেঙ্গালুরু।

পেনাল্টি থেকে গোল করতে পারেননি সুনীল। তারপরে আর পিছনে তাকাতে হয়নি মোহনবাগানকে। খেলার ১৭ মিনিটে হেক্টর গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। প্রথম পর্বের আর গোল না হলেও দ্বিতীয় পর্বে সবুজ মেরুন ফুটবলাররা চাপ সৃষ্টি করে আট মিনিটের মধ্যে তিনটি গোল করে জয়ের পথকে নিশ্চিত করে নেয়। ৫১ মিনিটে মনবীর সিং গোল করেন।

৫৪ মিনিটে অনিরুদ্ধ থাপা গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। ৫৯ মিনিটে সাদিকু গোল করে জয়ের হাসি হাসেন। এখন লিগ (League) টেবলে মোহনবাগান দ্বিতীয় স্থানে রয়েছে। মুম্বই দল ২ পয়েন্টে এগিয়ে রয়েছে সবুজ মেরুন দল থেকে। শেষ ম্যাচে আগামী সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuva Bharati Stadium) মোহনবাগান খেলবে মুম্বাইয়ের সঙ্গে। ওই ম্যাচ জিতলেই মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। এখন শুধুই অপেক্ষা।

Advertisements

Leave a Reply