সুব্রত ভট্টাচার্য্যের আত্মজীবনী প্রকাশ পেলো মোহনবাগান দিবসে

0

 

 

 

HnExpress ২৯ জুলাই, শিখা দেব, কলকাতা ঃ মোহনবাগান দিবস বলতেই মনে করিয়ে দেয় সেই ২৯শে জুলাইয়ের কথা। ১৯১১ সালের ঠিক এই দিনেই দেশের ব্রিটিশ ফুটবলারদের হারিয়ে মোহনবাগান আই এফ এ শিল্ড জয় করেছিল। তাই এই দিনটা সবুজ মেরুন সমর্থকদের কাছে এক অন্য অনুভূতির দিন। এবারে দু’দিন ব্যাপি এই মোহনবাগান দিবস পালন করা হচ্ছে।

 

 

 

যদিও রবিবার প্রধান উৎসব পালন করা হবে বলে জানা গেছে। প্রথম দিন শনিবার প্রদর্শনী ম্যাচে অংশ নেন প্রাক্তন তারকা ফুটবলাররা। তারপরে প্রাক্তন ফুটবলার মোহনবাগান রত্ন অর্জুন সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশ মঞ্চে যেন চাঁদের হাট বসেছে। কে নেই সেখানে?

 

 

 

সুনীল ছেত্রি থেকে প্রসূন ব্যানার্জি, বিদেশ বসু, সমরেশ চৌধুরী, গৌতম সরকার, মানস ভট্টাচার্য্য, আই এফ এ সচিব অনির্বাণ দত্ত, ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার, মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত, ফুটবল সচিব স্বপন ব্যানার্জি, ডেপুটি মেয়র অতীন ঘোষ ও মন্ত্রী সুজিত বোস। এদিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুটু বসু।

 

 

 

সুব্রত অকপটে বলেন, মোহনবাগান আমাকে যে সম্মান দিয়েছে তার কথা কোনও দিন ভুলতে পারবো না। সবুজ মেরুন ব্রিগেড একটা ইতিহাস। মোহনবাগান একটা ঐতিহ্য। সুনীল আরও বলেন, সুব্রত ভট্টাচার্য ভারতীয় ফুটবলের অন্যতম আইকোন, তিনি তারকা। তিনি এই নব প্রজন্মের ফুটবলারদের কাছে তাদের আদর্শ।

 

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply