আবারও জয়ের তকমা ছিনিয়ে নিয়ে ফিরলেন সবুজমেরুন ফুটবলাররা
HnExpress শিখা দেব, কলকাতা ঃ জয়ের পথে ফিরল মোহনবাগান সুপার জয়ান্টস। শুক্রবার ব্যারাকপুর স্টেডিয়ামে সবুজ মেরুন ব্রিগেড ৪-১ গোলে হারিয়ে দিল ক্যালকাটা ফুটবল ক্লাবকে। খেলার শুরু থেকে আক্রমণে ঝড় তুলতে থাকে মোহনবাগান। সুহেল গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন।
সি এফ সি হয়ে আকাশ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। বিরতির আগেই সুহেল আবার গোল দিয়ে সবুজ মেরুন দলকে এগিয়ে নিয়ে যায়। বিরতি পর ইজ্ঞেসন জোড়া গোল করে মোহনবাগানের জয়কে নিশ্চিত করে দেন। আর গত ম্যাচে মোহনবাগান ড্র করেছিলো কালীঘাট মিলন সংঘের সঙ্গে।
অন্যদিকে, আজ ২৯ ও ৩০ জুলাই মোহনবাগান দিবস পালন করা হবে। এদিকে প্রথম ডিভিশন ম্যাচে খেলতে নামল কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন। হাওড়া স্টেডিয়ামে প্রতিপক্ষ ছিল মৌরি স্পোর্টিং ক্লাব। কালীঘাট স্পোর্টস লাভারস ২-০ গোলে জয় পায়।
সচিব স্বপন ব্যানার্জি খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা করবো জয়, নিশ্চয়ই”। অন্যদিকে ইস্টার্ন রেলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন প্রশান্ত চক্রবর্তী। আর পাঠচক্রের নতুন কোচ হলেন প্রাক্তন ফুটবলার লালকমল ভৌমিক। এদিন পাঠচক্র ১-১ গোলে খেলা শেষ করল ডালহৌসি ক্লাবের সঙ্গে।