আবেগের বিস্ফোরণ ঘটলো মাঠে, ইস্টবেঙ্গল পেলো বড় জয়

0

HnExpress শিখা দেব, কলকাতা ঃ সমর্থকদের এতো আবেগের আজ বিস্ফোরণ ঘটলো খেলার মাঠে। ঘরের মাঠে ইস্টবেঙ্গল হেলায় হারিয়ে দিলো ইস্টার্ন রেলওয়েকে। লাল হলুদ জিতল ৫-১ গোলের ব্যবধানে। খেলার শুরু থেকেই ইস্টবেঙ্গল বেশ দাপটের সঙ্গে খেলতে থাকে। ফলে দিশা খুঁজে পাচ্ছিল না ইস্টার্ন রেলওয়ের দল।

প্রথম পর্বে ইস্টবেঙ্গল ৩-০ গোলে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয় পর্বে ইস্টার্ন রেলওয়ে গোল করে সেই ব্যবধান অনেকটাই কমিয়ে আনে। কিন্তু তারপরে লাল হলুদ আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে নেয়। ২৭শে জুলাই বৃহস্পতিবার, এই ম্যাচে সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। লাল হলুদ আবিরে আকাশ প্রায় ভরে যায়।

নতুন কোচ কার্লোস কুয়াদ্রাত খেলোয়াড়দের আন্তরিক শুভেচ্ছা জানান। অন্যদিকে, এদিন গ্যালারি থেকে পড়ে গিয়ে ইস্টবেঙ্গলের এক সমর্থক গুরুতর আঘাত পান। পি জি হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালে আহত দর্শককে দেখতেও যান সচিব অনির্বাণ দত্ত।

বিশেষ সূত্রে জানা গেছে, চলতি মরশুমে পিয়ারলেস এবং টালিগঞ্জ অগ্রগামী খেলায় গড়াপেটার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে পুলিশকে তদন্ত করতে বলে চিঠি দিলেন আই এফ এ সচিব অনির্বাণ দত্ত। মোহনবাগান ও কালীঘাট মিলন সংঘের খেলায় রেফারির পক্ষপাতিত্ব করার অভিযোগের কথা জানিয়ে চিঠি দিলো কালীঘাট মিলন সংঘের সচিব কার্তিক ব্যানার্জি।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply