সবুজ মেরুনের পরাজয় রুখে দিলো রেফারির বদান্যতা
HnExpress শিখা দেব, কলকাতা ঃ কলকাতা ফুটবলের সেই বড় দলের প্রতি রেফারির বদ্যনতার ছবি স্পষ্ট দেখতে পাওয়া গেলো বুধবার ২৬শে জুলাই, মোহনবাগান সুপার জায়ান্টস ও কালীঘাট মিলন সংঘের খেলায়। খেলাটি ১-১ গোলে শেষ হলেও, কালীঘাট মিলন সংঘকে জিততে দিলেন না রেফারি।
কালীঘাট এম এসের ফুটবলাররা দারুন ফুটবল খেলেছেন এদিন। বরং সেখানে নিষ্প্রভই ছিল মোহনবাগান। কালীঘাট এম এস পেনাল্টি থেকে করণের গোলের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে রেফারি সুরজিৎ দাস অহেতুক কারনে মোহনবাগানের পক্ষে পেনাল্টি দেন।
যদিও সুহেল গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। আবার কালীঘাট এম এসের ন্যায্য গোল বাতিল করেন সেই রেফারি সুরজিৎ। খেলার শেষে কালীঘাট এম এসের পক্ষ থেকে বলা হয় রেফারির পক্ষপাতিত্ব নিয়ে চিঠি দেওয়া হচ্ছে আই এফ এ -র দফতরে।
এদিকে কেন্দ্রীয় সরকারের ক্রীড়া দফতর সবুজ সংকেত দিল ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে অংশ নেওয়ার জন্য। ফলে সুনীল ছেত্রিদের চিনে যাওয়া পাকা হয়ে গেলো।