October 11, 2024

কলকাতা উচ্চ আদালতের নির্দেশে আরও ১০দিন রাজ্যে টহল দেবে কেন্দ্রীয় বাহিনী

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতার উচ্চ আদালতের (Kolkata High Court) নির্দেশ অনুযায়ী আরও ১০ দিন রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী (Central force)। আর এই দশ দিনের মধ্যে কোথাও কোনো অশান্তি হলে সেখানে পাঠাতে হবে এই বাহিনীকে। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এর ডিভিশন বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভোট পরবর্তী সময় থেকেই রাজ্যের পরিস্থিতি খুব একটা ভালো নেই। তাই সেই বিষয় বিবেচনা করেই রাজ্যের উচ্চ আদালতের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীর (Central forces) মেয়াদ বৃদ্ধি করার বিষয়টি কেন্দ্রকে বিবেচনা করে দেখতে বলা হয়েছিল।

আরও এক মাস বাংলায় কেন্দ্রীয় বাহিনী বহাল রাখা যায় কি না, কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল উচ্চ আদালত। আর সেই বিষয় বিবেচনা করে মহামান্য উচ্চ আদালতের রায়কে প্রাধান্য দিয়ে কেন্দ্র জানিয়েছে, আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন (Central forces) রাখা যেতে পারে।

তবে রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর এলাকা শনাক্ত করবে’, আর সেইসব জায়গাতেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ দিলেন প্রধান বিচারপতি (Chief Justice)। সম্প্রতি আরও ৪ সপ্তাহ বাহিনী রাখার আবেদন জানিয়েছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মামলাকারীর সেই আবেদন বিবেচনা করে দেখবে কেন্দ্র, এমন নির্দেশও দিয়েছিল আদালত। এনিয়েই আজ হয়ে গেল শুনানি।

Advertisements

Leave a Reply