January 21, 2025

পঞ্চায়েত নির্বাচনে শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতার উচ্চ আদালত

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি কলকাতা : রাজ্যের এক দফার পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বাড়ছে না মনোনয়ন পত্র জমা দেয়ার সময়সীমা। রাজ্য নির্বাচন কমিশনের উপরই সমস্ত দায়িত্ব ছাড়লেন আদালত।

তবে মনোনয়নে হস্তক্ষেপ না করলেও, এদিন কেন্দ্রীয় বাহিনী (Central force) মোতায়েন নিয়ে গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করলেন উচ্চ আদালত। আদালত তরফে জানিয়েছে, শুধু রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনীকেও নামাতে হবে। আর স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের উপর কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট (High Court)। 



প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের আগেই বিভিন্ন এলাকায় বোমাবাজি, মারদাঙ্গা সহ তীব্র সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে। তাই কেন্দ্রীয় বাহিনীর (Central force) উপস্থিতিতেই এইসব স্পর্শকাতর এলাকায় পঞ্চায়েতে ভোট করানোর নির্দেশ দিল আদালত। আর যেখানে রাজ্য পুলিশের সংখ্যা কম, সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কোর্টের।


প্যারামেডিক্যাল কোর্সের জন্য আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন আমাদের সাথে —


আদালত জানিয়েছে যে, স্পর্শকাতর জেলায় ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের করতে হবে। পাশাপাশি আদালত আরও জানিয়েছে, সিভিক ভলান্টিয়ারদের (Civic volunteer) দিয়ে ভোটের কাজ করানো যাবে না। নির্ধারিত কাজের গণ্ডিতেই থাকতে হবে তাঁদের। ভোট কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেএ নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে।

Advertisements

Leave a Reply