একদিনেই ২২টি জেলার সবকটি বুথের নির্বাচনে সুরক্ষা নিয়ে চিন্তিত বিরোধী শিবির
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের (state election commission) এমন হটকারী সিদ্ধান্তে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীরা। একদিনেই ২২টি জেলার সবকটি বুথের নির্বাচনে সুরক্ষা নিয়ে চিন্তিত বিরোধী শিবির।
তাদের প্রশ্ন, সুষ্ঠ ভাবে নির্বাচন প্রক্রিয়া চলবে তো? সবকিছু নিরাপদেই সম্পন্ন হবে কি? কারন এ বছর প্রথম রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হবে এক দফায়। আগামী ৮ই জুলাই শনিবার রাজ্যের ২২টি জেলার সবকটি বুথের পঞ্চায়েত ভোট। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গে (West Bengal) মোট ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।
গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪। মোট পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২৮৩টি। আগামী ৮ই জুলাই, শনিবার এই ৬৩ হাজার ২৮৩টি আসনে একদফাতেই ভোট গ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশনের (election commission) তরফে জানানো হয়েছে। তবে বর্ষার সময় ভোট হওয়ায় গ্রামে-গঞ্জে ভোট দিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। পাশাপাশি ভাবাচ্ছে সুষ্ঠ ভাবে নির্বাচন প্রক্রিয়া নিয়েও।