রাজ্যে বড় ঘোষণা, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ স্থির করলো নির্বাচন কমিশন
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha) এক সাংবাদিক বৈঠক করে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিনক্ষণ ঘোষণা করলেন। এই দিন থেকে ঠিক একমাস পর আজকের তারিখে অর্থাৎ ৮ই জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হবে।
মনোনয়ন জমা শুরু শুক্রবার, অর্থাৎ আগামীকাল ৯ জুন থেকেই।’’ রাজ্যের নির্বাচন কমিশন আরও জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাচ্ছে। রাত ১০টা থেকে সকাল ৮ পর্যন্ত আর মিটিং মিছিল করা যাবে না। বুধবারই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন রাজীব সিনহা (Rajiv Sinha)।
শনিবার ৯ই জুন থেকে মনোনয়ন জমা শুরু। আর ১৫ই জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৭ তারিখ স্ক্রুটিনির (scootny) শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০শে জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা।
কোন দিন ভোট গণনা বা ফল ঘোষণা কবে সে প্রসঙ্গে রাজীব প্রথমে জানান যে, সাধারণত ভোট গ্রহণের এক কিংবা দু’দিন পরে তার ফলাফল ঘোষিত হয়। এ ক্ষেত্রেও সেই নিয়ম অনুযায়ী করা হবে। পরে কমিশন সূত্রে জানা যায় যে, জুলাই এর ১১ তারিখ ভোট গণনা (polling) হতে পারে।