January 23, 2025

তীব্র দাবদহে নাজেহাল দক্ষিণবঙ্গ, স্বস্তির বৃষ্টিতে মিললো ক্ষণিকের রেহাই

0
Advertisements

HnExpress ওয়েদার রিপোর্ট : রবিবার সাত সকালেই স্বস্তির নিঃশ্বাস ফেললো গৌড়বঙ্গের মানুষ। চৈত্রের শুরুতেই রাজ্য জুড়ে তীব্র দাবদাহে (Heat Wave) নাজেহাল অবস্থা মানুষের। তা থেকে এবার কিছুটা হলেও রেহাই মিলছে শহর তথা জেলাবাসীদের। এদিন সকাল ৭টার একটু পরেই শুরু হয় তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত।আবহাওয়া দফতর (Weather office) থেকে আগেই পূর্বাভাস দিয়েছিল। সেইমতো রবিবার সাতসকালেই ভারী বৃষ্টি শুরু হয় জেলাজুড়ে।

পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন পারদ ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রির আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আজ দিনভরই আকাশ আংশিক মেঘলা (fog) থাকবে কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলিতে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে থাকতে পারে। 

Advertisements

Leave a Reply