তীব্র গরমে অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর

0

অবশেষে তীব্র দাবদাহের জ্বালাপোড়া গরম থেকে রেহাই, এমনই স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। সুপার সাইক্লোন মোকা বিদায় আর রাজ্যের আবহাওয়ায় বদল।



HnExpress নিজস্ব প্রতিনিধি, ওয়েদার রিপোর্ট : ঘূর্ণিঝড় মোকা বিদায় নিতেই গরম থেকে স্বস্তি ফিরেছে রাজ্যে। কলকাতা সহ বঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গেও।

উত্তরের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বইতে। ১৮ই মে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

সেই সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। কলকাতায় বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে।



গত কয়েক দিন ধরেই আবারও তীব্র গরমে হিমশিম খাচ্ছে কলকাতা সহ গোটা বঙ্গ। গত সপ্তাহে আবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যের বেশকয়েকটি জেলায়। আবারও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছিল। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোকা তৈরি হলেও তার তাণ্ডবের হাত থেকে রেহাই পেয়েছে বাংলা।

কিন্তু মোকার উল্টো প্রভাবে রাজ্যে গরমের বাড়বাড়ন্ত শুরু হয়েছে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। রবিবার বাংলাদেশ এবং মায়ানমার উপকূল দিয়ে অতিক্রম করেছে মোকা। তার পরই রাজ্যের আবহাওয়ায় ঘটেছে বদল। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।

পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। এর জেরেই চলতি সপ্তাহে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে বৃষ্টির পরিবেশ তৈরি হলেও কয়েকটি জেলায় এই সপ্তাহেও তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে।

মঙ্গলবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও হতে পারে তাপপ্রবাহের মত পরিস্থিতি। বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে তার পরই ওই জেলাগুলিতে আবহাওয়ার বদল ঘটার সম্ভাবনা প্রবল।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply