January 23, 2025

এগরা বিস্ফোরণে বেড়েই চলেছে মৃতের সংখ্যা, বিজেপির NIA তদন্তে আপত্তি নেই রাজ্য সরকারের

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুরের এগরা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়েই চলেছে একের পর এক। এগরার সাহাড়া অঞ্চলের গোপীনাথপুর চাঁদকুড়ি গ্রামের বিস্ফোরণের চারপাশ থেকেই একে একে ছিন্নভিন্ন দেহাংশ গুলি উদ্ধার করছে পুলিশ। সেদিন এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির পাশে থাকা একটি পুকুরের মধ্যে থেকেও অগ্নিদগ্ধ দেহ এবং কিছু দেহাংশ উদ্ধার হয়েছে। 

এই ঘটনায় মৃতের সংখ্যা এখনো অব্দি নয়জন, কিন্তু সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। অন্যদিকে এই বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় সাত জন এখনও হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৯ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। যদিও স্থানীয়দের দাবি, মৃতের সংখ্যা আরও অনেক বেশি। এ দিন সকাল এগারোটা নাগাদ কৃষ্ণপদ ওরফে ভানু বাগের বাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।



বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, গোটা বাড়িটাই উড়ে যায়। ওই বাড়ির চারপাশেই ছড়িয়ে ছিঁটিয়ে পড়েছিল মৃত এবং আহতরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে। যদিও বিরোধীরা শিবিরের পক্ষ থেকে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খোলাখুলি জানিয়েছেন, এনআইএ তদন্ত নিয়ে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই।

Advertisements

Leave a Reply