September 9, 2024

তুমুল ঝড়ের তান্ডবে মঙ্গলপান্ডে পার্কে গাছ ভেঙে মৃত্যু এক যুবকের

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর : ব্যারাকপুরের মঙ্গল পান্ডে পার্ক বহু পরিচিত একটা জায়গা। যেখানে এলাকার আশপাশের মানুষ ছাড়াও দূর দূর থেকেও বহু মানুষই একটু ভালো সময় কাটাতে বা ঘুরতে চলে আসেন। একদম গঙ্গার ধারে গাছগাছালিতে ভরা মনোরম পরিবেশ। ১৫ই মে সোমবার বিকেলেও নদীয়া থেকে সেই পার্কেই ঘুরতে এসেছিল এক যুবক-যুবতী।

একটু নিরিবিলিতে একটা গাছের তলায় বসে নিজেদের মতো একান্তে সময় কাটাচ্ছিল তাঁরা। কিন্তু এরই মধ্যে মোকার প্রত্যাবর্তনের প্রভাবে শুরু হয় তুমুল ঝড়-বৃষ্টি সহ মেঘের গর্জন। আর সেই সময় হঠাৎই বিশাল গাছ ভেঙে পড়ে গাছের তলায় চাপা পড়ে যায় প্রেমিক যুগল। বেশ কিছুক্ষণ ওইভাবেই গাছের তলায় চাপা পড়ে থাকে তাঁরা।



এরপর ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। রাজ্য বিপর্যয় মোকাবিলা টিমের উদ্ধারকারী দলও দ্রুত ঘটনাস্থলে চলে আসে। এরপর ভেঙে পড়া বিশাল গাছটি কেটে গাছের তলায় আটকে পড়া দুইজনকে উদ্ধার করে পুলিশ। দ্রুত তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

কিন্তু তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হলো না, চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম কৌশিক ঢালি, বয়স ২০ বছর। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় যুবতী এখনও একই হাসপাতালেই চিকিৎসাধীন।

Advertisements

Leave a Reply