রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও থাকবে ভ্যাপসা গরম ঃ হাওয়া অফিস
HnExpress নিজস্ব প্রতিনিধি, ওয়েদার ঃ সুপার সাইক্লোন ইয়াসের বিধ্বংসী তান্ডবে এখনো নাজেহাল অবস্থা বিধ্বস্ত ও বিপর্যস্ত এলাকার জনজীবন। ইয়াসের প্রলয় নৃত্য স্তব্ধ হয়েছে আজ প্রায় চার দিন, কিন্তু ক্ষতিগ্রস্থ এলাকাগুলি এখনো কাটিয়ে উঠতে পারেনি সব হারানোর শোক। তারপরেও টানা দুদিন ব্যাপি অতি বৃষ্টির ফলে ব্যাহত জনজীবন। যার রেশ রয়ে গেছে এখনো।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, রাজ্যের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম প্রভৃতি জেলা। এর সাথেই চলবে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা।
অন্যদিকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সুত্রে জানা গেছে। এছাড়াও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। তবে স্বস্তির নিঃশ্বাস পাবে না শহরবাসী। বাড়বে তাপমাত্রা, ফলে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও থাকবে ভ্যাপসা গরম।