নিম্নচাপের প্রভাবে বঙ্গে বর্ষার আগমন ১১ই জুন

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, ওয়েদার রিপোর্ট ঃ বৈশাখ-জ্যৈষ্ঠ হলো ভরা গ্রীষ্মকাল। এখন চলছে জ্যৈষ্ঠমাস, এই করোনা আবহে লকডাউনের পাশাপাশি গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ জনজীবন। আবার সামনেই আসতে চলেছে জামাইষষ্ঠী। প্রচন্ড গরমে আম কাঠালে পাক ধরে গেছে, জামাই সেবায় উৎসর্গ হবে বলে। যদিও এবারে আষাঢ়ের প্রথমদিকে পালিত হবে জামাইষষ্ঠী। সাধারণত জুনের প্রথম সপ্তাহের মধ্যেই বর্ষা রানীর আগমন ঘটে থাকে।

তবে আবহাওয়া অফিস সুত্রের খবর, এবছর বঙ্গে বর্ষা ঢুকতে চলেছে নিম্নচাপের প্রভাবে জুনের দ্বিতীয় সপ্তাহে। ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও একটি গভীর নিম্নচাপ। আবহাওয়াবিদদের মতে এর জেরেই বঙ্গীয় জলবায়ুতে ঢুকতে চলেছে মৌসুমী বায়ু। হাওয়া অফিস তথ্য সুত্রে আরও জানা যাচ্ছে যে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের অক্ষরেখার গতিবিধি অনুযায়ী বর্ষা ১০ই জুন রাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকতে পারে। আর ১১ই জুন থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বর্ষারানীর বর্ষণধারা।

বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এক টানা ৪৮ ঘন্টা বৃষ্টির পরে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, আর অন্যদিকে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টির পরিমাণ। তবে আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান এবারের বর্ষায় বৃষ্টি হতে পারে একশো শতাংশেরও বেশি। উল্লেখ্য, ইতিমধ্যেই দেশের দক্ষিণ অংশে বর্ষা ঢুকে পড়ছে। কেরলে বর্ষা একটু দেরীতে ঢুকলেও তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, মালদ্বীপে এসেছে পৌঁছে গেছে মৌসুমী বায়ু।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply