January 23, 2025

মদ্যপ অবস্থায় বোলপুরের রাস্তায় গড়াগড়ি দিচ্ছে রাজ্য পুলিশের উর্দিধারী কনস্টেবল

0
Advertisements

এবারে মদ্যপ অবস্থায় খোদ রাজ্য পুলিশের কনস্টেবলকে উর্দি পড়া অবস্থায় ডিউটি চালাকালীন বোলপুরের রাস্তায় গড়াগড়ি দিতে দেখা গেলো রাস্তার মোড়ে, কার্যত হাঁসির রোল পড়েছে বীরভূমের বোলপুর লজমোড় এলাকা জুড়ে……

HnExpress নিজস্ব প্রতিনিধি, বীরভূম : বীরভূমের বোলপুর (Bolpur) থানার লজমোড়ে একটি মদের দোকানের উল্টোদিকের রাস্তায় বেহেড মদ খেয়ে রাজ্য পুলিশের এক উর্দি পড়া কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখা যায়। বৃহস্পতিবার এই ঘটনায় কার্যত হাঁসির রোল উঠেছে বোলপুর (Bolpur) লজমোড় এলাকা জুড়ে,

পাশাপাশি প্রশ্ন তৈরি হচ্ছে প্রশাসনের দায়িত্ববোধ নিয়েও। এদিকে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, যারা পাবলিককে নিরাপত্তা দেয় তারা কী করে ডিউটি চলাকালীন (On duty) মদ খেতে পারে? একজন পুলিশকর্মী যদি এ হেন আচরণ করে দিনে দুপুরে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

স্থানীয় সুত্রে জানা গিয়েছে যে, ওই কনস্টেবলের নাম শান্ত মুখার্জি। মদ খেয়ে দীর্ঘক্ষণ ওই লজমোড়ে এলাকায় পড়ে থাকার পর বোলপুর থানার (Bolpur Police Station) পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে বোলপুর থানার এক পুলিশ আধিকারিক রাকেশ তামাং বলেন, ‘তিনি নাকি অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়ে ছিল।’ যদিও শান্ত বাবুর কথাতে কিন্তু যথেষ্ট অসংলগ্নতা ধরা পড়েছে। পড়ে বোলপুর থানার পুলিশ ওই নেশাগ্রস্ত কনস্টেবলকে (Constable) পুলিশের গাড়ি করে তুলে নিয়ে যায়।  সংবাদমাধ্যমের কর্মীরা ওই নেশাগ্রস্ত পুলিশকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জড়ানো গলায় অশ্লীল কদর্য্য ভাষায় কথা বলেন বলেও অভিযোগ।

বি:দ্র: ঘটনার সত্যতা যাচাই করেনি এইচ এন এক্সপ্রেস ডিজিটাল মিডিয়া।

Advertisements

Leave a Reply