January 14, 2025

মৃত্যু হলো এগরা বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্ত ভানু বাগের

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ অবশেষে মৃত্যুর কোলে ঢোলে পরলেন এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্ত ভানু বাগ। তিনি চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার রাত ২টো নাগাদ মৃত্যু হয় তার।

মঙ্গলবার এগরার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কৃষ্ণপদ বাগ ওরফে ভানু জখম হন। অগ্নিদগ্ধ অবস্থাতেই তিনি পরিবার নিয়ে ওড়িশা পালিয়ে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ একটি হাসপাতালে ভর্তি করে ছিল।



বৃহস্পতিবার রাতেই হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সূত্রের খবর। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে ভানুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ভানুর দেহ পড়শি রাজ্য থেকে আনতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্য পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, ভানুর শেষকৃত্যের পর তাঁর ছেলেকে পুলিশের হেফাজতে নেওয়া হবে।

Advertisements

Leave a Reply