September 12, 2024

শুভেন্দুকে ক্যানিং বাসস্ট্যান্ডে বেঁধে রাখবো, বেফাঁস মন্তব্য তৃণমূল বিধায়কের

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, ক্যানিং : গত কয়েক মাস আগেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং (Canning) পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূলের একটি পথসভা থেকে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস (Paresh Ram Das) বক্তব্য রাখতে গিয়ে বলেন, শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) যদি ক্যানিংয়ে এসে উস্কানিমূলক কথা বলে তবে তাকে ক্যানিং বাসস্ট্যান্ডে দড়ি দিয়ে বেঁধে রাখবো।

এমনটাই মন্তব্য বিধায়কের (MLA)। আর সেই মন্তব্য প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী সভার মঞ্চ থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতবর্ষের কোন্ দড়ি আছে তাকে ক্যানিং (Canning) বাসস্ট্যান্ডে বেঁধে রাখবে। এর মধ্যেই তিনি ক্যানিং বাসস্ট্যান্ডে এসে চাও খেয়ে যাবেন বলে জানান। যদি পরেশের ক্ষমতা থাকে তবে তাকে বেঁধে দেখাক। পাল্টা চ্যালেঞ্জ দেয় শুভেন্দু (Subhendu)।

শুভেন্দু অধিকারীর করা চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিধায়ক পরেশ রাম দাস। তিনি বলেন, শুভেন্দু অধিকারী আমার এলাকায় কাপুরুষের মতন ঢুকেছে। এখন নির্বাচন (Election) বিধি রয়েছে। সামনে পুলিশ, পেছনে পুলিশ নিয়ে ঢুকেছে শুভেন্দু। সাহস থাকলে নির্বাচন কেটে যাওয়ার পরে আসুক, জামা প্যান্ট খুলে উলঙ্গ করে পাঠাবো। এদিকে বিধায়কের হুমকিতে উতপ্ত ক্যানিং।

Advertisements

Leave a Reply