January 23, 2025

ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়িতে রাতেই পৌঁছান মুখ্যমন্ত্রী

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গ : রবিবার রাতেই ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির উদ্দেশ্য রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে তিনি সোমবার সকালে দেখা করেন। জলপাইগুড়ির শহর সংলগ্ন সদর ব্লক ও ময়নাগুড়ির বার্নিশ এলাকা সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।

ঘনদুর্যোগ কবলিত জলপাইগুড়িতে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। আচমকা এই ভয়াবহ দূর্যোগে একেবারে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, আচমকাই মেঘ করে আসে। তারপরেই শুরু হল ঝড়ের তাণ্ডব। আগে থেকে কিছুই জানায়নি আবহাওয়া অফিস।জলপাইগুড়ির পরিস্থিতি নিয়ে যথেষ্ঠ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।

তাই তিনি রবিবার রাতেই ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেন। এদিন এলাকা পরিদর্শন করে সরকারি তরফে মৃতের পরিবারদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। সোমবার মুখ্যমন্ত্রী সারা দিন ঝড় বিধ্বস্ত এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি এক্স হ্যান্ডেলে এনিয়ে তাঁর বক্তব্য লেখেন

পৌঁছেই কথা বলেন আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে। হাসপাতাল পরিদর্শনেও যান তিনি। তিনি বলেন যে, ‘প্রশাসনের এই নিরলস কর্মকে কোনো বিশেষণ দিয়ে বিশেষায়িত করা যাবে না। বহু সম্পত্তি নষ্ট হয়েছে কিন্তু আমি আশাবাদী ধীরে ধীরে সকলের জীবন স্বাভাবিক হয়ে উঠবে।’

Advertisements

Leave a Reply