September 12, 2024

অতি ঝড়বৃষ্টিতে বিমানবন্দরের সিলিং ভেঙে বন্ধ বিমান চলাচল

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, অসম : অতি ঝড়বৃষ্টির তান্ডবে ভেঙে পড়ল বিমানবন্দরের একাংশের ফলস সিলিং। রবিবার ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটি (Guwahati) আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে। ঘটনার জেরে বহু বিমানকে ঘুরপথে পাঠানো হয়েছে। এদিকে, এমনভাবে ফলস সিলিং ভেঙে পড়ায় বিমানবন্দর চত্বরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

ইতিমধ্যেই এই তাণ্ডবের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে। বহু জায়গায় দেখা যাচ্ছে, ফলস সিলিং ভেঙে পড়ার মুহূর্তের সেই ভয়াবহ দৃশ্যের ভিডিয়ো। বিমানবন্দরে থাকা যাত্রীরা স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন ঘটনার জেরে। আপাতত বিমান বন্দরের ভিতর থেকে অতিরিক্ত জল বের করার কাজ চলছে।

উল্লেখ্য, আদানিগোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলোই আন্তর্জাতিক বিমানবন্দরটি (Airport)। আদানি গোষ্ঠীর তরফে চিফ এয়ারপোর্ট অফিসার উৎপল বরুয়া বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, প্রবল বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে বিমান চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়াও সংলগ্ন এলাকায় গাছ উপড়ে পড়ায় ‘অ্যাপ্রোচ রোড’ ৩০ মিনিট ধরে বন্ধ হয়েছিল। কেন এমনটা ঘটল? উৎপল বরুয়া জানিয়েছেন, ‘টার্মিনাল ভবনের ভেতরে বৃষ্টি ও জল জমে যাওয়ায় বিমানবন্দরের ছাদের আউটলেটগুলো প্রবলভাবে উপচে পড়ে।

টার্মিনাল বিল্ডিং, ফোরকোর্ট এলাকায় ফলস সিলিং এর একটি ছোট অংশ জল আর হাওয়ার চাপে ধসে পড়ে, তবে এই ঘটনায় কেউ আহত হননি। ‘জানা গিয়েছে, এর জেরে বিমানবন্দরে ৪৫ মিনিট ধরে বিমান (Flight) চলাচল বন্ধ ছিল। 

Advertisements

Leave a Reply