December 11, 2024

International : মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির জেরে বিমানের জরুরি অবতরণ হাইওয়েতে

0
Screenshot 2024 01 21 06 55 00 53 3aea4af51f236e4932235fdada7d1643
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ : মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার (United Virginia) হাইওয়েতে জরুরি অবতরণ করতে হলো একটি ছোট বিমানকে। শুক্রবার দুপুরে ওয়াশিংটনের ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর (Washington Dools International Airport) থেকে এটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বেশকিছু দূর যাওয়ার পর হঠাৎই যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় বিমানটিকে একটি হাইওয়েতে অবতরণ করাতে বাধ্য হন পাইলট (Pilot)।

যদিও এই ঘটনায় কেউ আহত বা হতাহত হননি। ভার্জিনিয়ার (Virginia) পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুপুর ১টার দিকে তাদের কাছে খবর আসে লোডাউন কাউন্টি পার্কওয়েতে (lowdown County Parkway) একটি ছোটো বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে। বিমানটি হাইওয়ের যে স্থানে অবতরণ করেছে, সেখান থেকে বিমানবন্দর (Airport) আর মাত্র কয়েক মাইল দূরেই ছিল।

পুলিশ সুত্রে জানা গেছে, বিমান অবতরণের সময় হাইওয়ের (Highway) কোনো গাড়ির সাথে সংঘর্ষ হয়নি। ক্ষয়ক্ষতির মধ্যে যেটি হয়েছে তা হলো, হাইওয়ের গার্ডরেইল ( highway gardrail) ভেঙে গেছে। মেট্রোপলিটান ওয়াশিংটন বিমানবন্দর (Metropolitan Washington Airport) কর্তৃপক্ষ তরফে জানিয়েছে, তারা সাউদার্ন এয়ারওয়েজ এক্সপ্রেসের (Southern Airways Express) একটি বিমানের ব্যাপারে জানতে পেরেছেন। যেটি বিমানবন্দরের বাইরের একটি হাইওয়েতে অবতরণ করেছে। তারা আরোও জানিয়েছেন যে, ওই ঘটনার সময় বিমানবন্দর সচলই ছিল। 

হাইওয়েতে (Highway) নামার সময় বিমানটিতে মাত্র সাতজন মানুষ উপস্থিত ছিলেন। যারমধ্যে পাঁচজন যাত্রী আর বাকি দুজন ক্রু (crews)। ভার্জিনিয়ার পুলিশ জানিয়েছে যে, বিমানটি চালাচ্ছিলেন আহমেদ আওয়াইস নামের ২৭ বছর বয়সী এক পাইলট। তিনি ফ্লোরিডার (Florida) বাসিন্দা। যাত্রীদের মধ্যে চারজন ছিলেন প্রাপ্ত বয়স্ক। পঞ্চম যাত্রীটি ছিল ১৫ বছর বয়সী এক শিশু (Baby)। বিপদ বুঝতে পেরে পাইলট (Pilot) আওয়াইস অত্যন্ত বিচক্ষণতার সঙ্গেই ছোট বিমানটিকে সফলভাবে অবতরণ করাতে সমর্থ হন।

Advertisements

Leave a Reply