জাপান এয়ারলাইন্সের বিমানে আগুন, জ্বলছে বিমানবন্দরও

0

HnExpress ৩রা জানুয়ারি, ওয়েবডেক্স নিউজ : রানওয়েতে অবতরণ করলো বিমান, আর তার সাথে সাথেই আচমকা আগুন (Fire) জ্বলে উঠলো। সেই সময় বিমানের মধ্যে ৩৬৭ জন যাত্রী সহ পাইলট ও বিমান সেবিকারাও ছিল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে জাপানের (Japan) রাজধানী টোকিওর (Tokyo) হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা ৩৬৭ আরোহীর কারুর কোনো ক্ষতি হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ ধারণা করছে, অবতরণের পর অন্য বিমানের সাথে সংঘর্ষের ফলে বিমানটিতে আগুন ধরে যেতে পারে। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম এনএইচকের (NHK) প্রচারিত ভিডিও ফুটেজেও দেখা গেছে যে, বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা জাপানি উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সাথে সংঘর্ষের সঙ্গে সঙ্গে জাপান এয়ারলাইন্সের (Japan Airlines) বিমানটিতে আগুন ধরে যায়। সেই অবস্থাতেই সেটি রানওয়ে ধরে এগিয়ে চলে থামার জন্য।

এই পরিস্থিতিতে বিমানের জানালা দিয়ে আগুনের (Fire) লেলিহান শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যায়। বিমানবন্দরের (Airport) আশপাশ ও আকাশ কালো ধোঁয়া ঢেকে যায়। বিমানের সাথে বিমানের তীব্র সংঘর্ষের কারণে হানেদা (Haneda) বিমানবন্দরের রানওয়েতেও দাউদাউ করে আগুন ধরে যায়। বিপর্যয় পিছু ছাড়ছে না জাপানের। একদিন আগেই লাগাতার ভূমিকম্প, সুনামি এবং অগ্নিকাণ্ডে বিধ্বস্ত মধ্য জাপান। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আরেক বিপত্তি। যদিও পরিস্থিতি এখন নিয়েন্ত্রণে।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply