বাংলাদেশের মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতা, অগ্নিদগ্ধ হয়ে মা-শিশু সহ মৃত ৪ জন

0

HnExpress ২০শে ডিসেম্বর, ব্যুরো রিপোর্ট, বাংলাদেশ : বাংলাদেশের মোহনগঞ্জ এক্সপ্রেসের (Mahanganj Express) বিধ্বংসী নাশকতায় মৃত এক মা-শিশু সহ ৪ জন যাত্রী। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, বিএনপি (BNP) ও জামায়াতের (Jamayat) ডাকা হরতালের শুরুতেই ঢাকায় একটি যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যার জেরে ট্রেনের কামরায় থাকা মা ও শিশু সন্তান সহ অন্তত চারজন যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে নেত্রকোনা (Netrokona) থেকে ঢাকাগামী (Dhaka) মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তরা আগুন দেওয়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

“স্বচ্ছ থাকুন সবুজ রাখুন,
পরিবেশকে বন্ধু ভাবুন”

ফায়ার সার্ভিস ও পুলিশ সুত্রে পাওয়া খবর, মোহনগঞ্জ এক্সপ্রেস তেজগাঁও (Tejgnao) এলাকা থেকে বিমানবন্দর এলাকা পার হয়ে খিলক্ষেতের দিকে এলেই কয়েকটি বগিতে আগুন দেখতে পান যাত্রীরা (passengers)। তখন তাঁরাই চিৎকার করতে শুরু করলে তেজগাঁও স্টেশনে এসে লোকো পাইলট (loco pilot) ট্রেনটি কোনোমতে থামিয়ে দেন। এরপর দমকলবাহিনীর (fire brigade) তৎপরতায় দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে।

গত ১৩ই ডিসেম্বরেও বিএনপির (BNP) অবরোধের মধ্যে দেশের গাজীপুরের ভাওয়ালে (agajipur, Bhawal) রেললাইন কেটে ফেলায় এই মোহনগঞ্জ একপ্রেসে ট্রেনটিই সাতটি বগিসহ উল্টে পড়ে গেছিল। আর সেই ঘটনায় একজনের মৃত্যুও হয় (spot dead)। যার জেরে একদিন ধরে ওই লাইনে সম্পুর্ণ রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply