December 11, 2024

ইস্টবেঙ্গলের প্লে অফ খেলার আশা আর পূরণ হলো না

0
Img 20240307 Wa0001
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা : স্বপ্ন চুরমার হয়ে গেল ইস্টবেঙ্গলের প্লে অফ খেলার। আই এস এল ফুটবলের শুরুতে ইস্টবেঙ্গল ভালো করলেও, তা ধরে রাখতে পারেনি। বুধবার গোয়াতে মরণ বাঁচন লড়াইয়ের পরও ইস্টবেঙ্গল জিততে পারলো না। প্রতিপক্ষ এফ সি গোয়া শুরু থেকে দাপট দেখিয়ে খেলতে থাকে। এদিন লাল হলুদ কোচ কারলেস কুয়াদ্রাত পুরো শক্তিশালী দল নামালেও কোনও লাভ হল না।

খেলার প্রথম পর্বে গোয়ার হয়ে গোল করেন নোয়া সাদাউই। পিছিয়ে পরে ইস্টবেঙ্গল গোল করার সুযোগ পেয়েও খেলায় সমতা ফিরিয়ে আনতে পারেনি। গোয়া ১-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে। আগামী রবিবার যুবভারতী স্টেডিয়ামে ফিরতি ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মোহনবাগানের সঙ্গে। তাই ডার্বি ম্যাচে খেলতে নামার আগে লাল হলুদ শিবির বেশ কিছুটা পিছিয়ে পড়ল। স্বভাবতই হতাশ লাল হলুদ সমর্থকরা।

Advertisements

Leave a Reply