ISL ফুটবলে লিগ ও শিল্ড জয়ের দোরগোড়ায় মোহনবাগান সুপার জায়ান্টস
HnExpress শিখা দেব, কলকাতা ঃ আইএসএল (ISL) ফুটবলে শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস পাঞ্জাব এফসি-কে হারিয়ে ১-০ গোলে জয় পেলো। অসুস্থতার কারণে এদিন মাঠে ছিলেন না কোচ হাবাস। সবুজ মেরুন দল খেলার শুরুতে ভালো ভাবে আক্রমণ গড়ে তুলতে পারেনি। তবে তার মধ্যে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে মোহনবাগান। পাল্টা আক্রমণ শানিয়ে গোল করার মতো সুযোগ পেয়ে গিয়েছিল পাঞ্জাব দল।
মোহনবাগান দলের গোলরক্ষক বিশাল কাইথের (Vishal kite) তৎপরতাতেও গোল হয়নি। প্রথম পর্বের শেষের দিকে পেত্রাতোষের দুরন্ত শটে পাঞ্জাবের গোলের জালে বল জড়িয়ে যায়। দ্বিতীয় পর্বে, মোহনবাগানও আক্রমণ থেকে সরে থাকেনি। তবে খেলার শেষ ১৫ মিনিট পাঞ্জাব দল আক্রমণের ঝড় তুলতে থাকে। তা সামাল দিতে সবুজ মেরুন খেলোয়াড়রা রক্ষণভাগে ভিড় করেন। বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে পারেনি পাঞ্জাব (Punjab)।
তারই মাঝে মোহনবাগান একটি সুবর্ণ সুযোগ পেয়েও গোল করতে পারেনি। পাঞ্জাবের হয়ে এদিন কোচ হিসেবে মাঠে ছিলেন বাংলার শংকরলাল চক্রবর্তী। এদিকে রবিবার ইস্টবেঙ্গল মুখোমুখি হবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-র সঙ্গে। এবারে আই লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হলো মহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী বছর সাদা কালো শিবির আইএসএল (ISL) ফুটবলে খেলবার ছাড়পত্র পেয়ে গেল।