বাংলার সংস্কৃতিতে নয়া সংযোজন, আন্তর্জাতিক কলকাতা নৃত্যমেলা ২৪
HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, মধ্যমগ্রাম : মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি অনুভূতি, একটি চেতনা, একটি জীবনধারা। কবি বলেছেন, মেলা হল বহু মানুষের মিলনস্থল, যা আনন্দ এবং সুখ নিয়ে আসে। সীমানা এবং মতাদর্শ দ্বারা বিভক্ত এই বিশ্বে, মেলাই একমাত্র আমাদের সবাইকে এক সাথে একত্রিত করে। মেলা হল বাংলার ঐতিহ্যের (Tradition) ধারক-বাহক। কথায় আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ।
ফলত বাংলায় সারা বছরই নানা ধরনের মেলা চলতেই থাকে। এই প্রথমবার উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামের (Madhyamgram) জনকল্যাণ ময়দানে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো ভারতের প্রথম “আন্তর্জাতিক কলকাতা নৃত্যমেলা, ২০২৪।” এর আগেও আপনারা পরিবেশমেলা, খাদিমেলা, রাসমেলা, চড়কমেলা, সুভাষমেলা, রথেরমেলা, নাট্যমেলা, পুষ্পমেলা, বইমেলা, শিশুমেলা, খাদ্যমেলা সহ বিভিন্ন মেলার নাম শুনেছেন।
তবে এবার এই প্রথম “নৃত্য প্রয়াস ডান্স একাডেমি”র পরিচলনায় নৃত্যমেলার আয়োজন করা হয়, যা এককথায় অভিনব প্রয়াস। বাংলাদেশ, নেপাল এবং ভারতীয় নৃত্যশিল্পীরা এই মেলায় অংশ গ্রহণ করেন। এদিন সকালে মধ্যমগ্রাম (Madhyamgram) পৌরসভার সামনে থেকে এক শোভাযাত্রার মধ্য দিয়ে একাডেমির নৃত্যশিল্পীরা পদযাত্রা শুরু করে মেলা প্রাঙ্গণে পৌছায়। আর এই পদযাত্রায় পা মেলান মধ্যমগ্রাম সৃষ্টির পথে সংগঠনের ছোট ছোট শিশুরাও।
বস্তুত এই স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছরই শিশু সুরক্ষা, শিশুপাচার রোধ, শিশুশ্রম-বাল্যবিবাহ রোধ ও চাইল্ড ট্র্যাফিকিং (Child trafficking) নিয়ে কাজ করে শিশুদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টায় ব্রতী। এদিন মঙ্গলদীপ প্রজ্জ্বলণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন মধ্যমগ্রাম সৃষ্টির পথে স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদীকা ও বিশিষ্ট সমাজসেবী নূপুর ঘোষ, সংস্থার কর্ণধার স্বর্ণাভ চক্রবর্তী সহ আরও বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
স্বর্ণাভ অনেক অল্প বয়সেই রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ভারত এবং বাংলাদেশে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে। তিনি দেশের জন্য স্বর্ণপদক (Gold Medalist) জিতে নিয়ে আসে। আজ ভারত এবং বাংলাদেশের নৃত্যশিল্পীরা মধ্যমগ্রামের নৃত্যমেলায় তাদের নৃত্যকলা পরিবেশন করেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩রা মার্চ বাংলাদেশ এবং ৯ই মার্চ নেপালে এই নৃত্যমেলায় নৃত্য প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য ইন্টারন্যাশনাল ডান্স কাপের (International Dance Cup)
অডিশন নেওয়া হয়। এই দুদিন ব্যাপি নৃত্য মেলার প্রথমদিন অনুষ্ঠিত হয় ফ্রিডান্স ওয়ার্কশপ, টার্ন ব্যাটেল, নৃত্য প্রয়াস ডান্স একাডেমীর বাৎসরিক অনুষ্ঠান ও দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় “ইন্টারন্যাশনাল ডান্স কাপ” প্রতিযোগিতা। এই অভিনব অনুষ্ঠানের মুল উদ্দেশ্য নিয়ে কি বললেন বিশিষ্ট সমাজসেবী নুপুর ঘোষ ও উদ্যোক্তা স্বর্ণাভ, জানতে হলে চোখ রাখুন আমাদের ডিজিটাল চ্যানেল ও অফিসিয়াল পেজে।