January 21, 2025

কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী এক সিআইএসএফ জওয়ান

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিবেদন, কলকাতা : ফের খবরের শিরোনামে কলকাতার বিমানবন্দর (Airport)। শিরোনামে ওঠার কারণ, নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন শ্রীবিষ্ণু নামের এক কর্মরত সিআইএসএফ (CISF) জওয়ান। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দরের চত্বরজুড়ে। প্রাথমিকমভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যার চেষ্টা করেছেন ওই জওয়ান।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন সিআইএসএফ-এর উচ্চপদস্থ কর্তারা, রয়েছে পুলিশও। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎই বিমানবন্দর ৫ নম্বর গেটে গুলির আওয়াজ পাওয়া যায়। প্রায় সাথে সাথেই কর্তব্যরত অন্যান্য সিআইএসএফ (CISF) থেকে শুরু করে সকলেই সতর্ক হয়ে যান।

জানা যায়, ৫ নম্বর গেটের যে টাওয়ার সেখান থেকেই গুলির আওয়াজ এসেছে। এরপর অন্যান্য কর্মীরা টাওয়ারের উপর ওঠলে দেখতে পায় লুটিয়ে পড়ে রয়েছেন কর্মরত সিআইএস (CISF) ওই জওয়ানকে। নিজের এসএলআর রাইফেল থেকে

নিজেকেই গুলি চালিয়েছেন তিনি। তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সূত্রের খবর, ২০২২ থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন ওই জওয়ান। এর আগেও এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কলকাতা বিমানবন্দরে।

Advertisements

Leave a Reply