হাড়হিম করা ঘটনা নিউটাউনে, খালের ধারে রক্তাক্ত লাল ট্রলিব্যাগ
HnExpress নিজস্ব প্রতিনিধি, নিউটাউন : শনিবার সাতসকালে নিউটাউনের (New town) টেকনোসিটি কারিগরী ভবনের পিছনের পাচুরিয়ার খালের পাশ থেকে উদ্ধার হয় একটি লাল রঙের ট্রলি ব্যাগ। আর সেই পরে থাকা ব্যাগটিকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কাছে গিয়ে উকি দিতেই দেখতে পায় ট্রলি ব্যাগটি থেকে তখনও রক্তের (Blood) মত কিছু চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। পরিস্থিতি বেগতিক বুঝেই পুলিশে খবর দেন তাঁরা। সামনেই ভোট, আর তার আগে এই ঘটনায় আলোড়ন ছড়াল।
ঘটনাস্থলে এসে ব্যাগটি তালা বন্ধ অবস্থায় দেখতে পায় টেকনোসিটি (Techno City) থানার পুলিশ। তালা ভেঙে ব্যাগের চেন টেনে খুলতেই চোখের সামনে হাড়হিম করা দৃশ্য। ব্যাগের ভিতরে রয়েছে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। ওই ব্যক্তির মাথায় বেশ গুরুতর আঘাতের চিহ্ন, সেখান থেকেই রক্ত ঝরছে। মৃত ব্যক্তির বয়স আন্দাজ পঞ্চাশোর্দ্ধ। ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও অজ্ঞাত, তবে জানার চেষ্টায় তৎপর টেকনোসিটি (Techno City) থানার অধিকারিকরা। তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা কেউ বা কারা উদ্দেশ্য প্রনোদিত ভাবেই খুন করে এখানে ফেলে দিয়ে গেছে রাতের অন্ধকারে। যা সকাল হতেই প্রাতভ্রমন করতে আসা কিছু এলাকাবাসীর নজরে আসে। আকস্মিক এই ঘটনার জেরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।