হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়লো অবৈধ নির্মিয়মান বহুতল, আটক প্রোমোটার

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা গার্ডেনরিচ : রবিবার মধ্যরাতে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে ঘটল ভয়ংকর বিপর্যয় (Disaster)। একের পর বেড়েই চলেছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন আরও বহু মানুষ। এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে ১৫ জনকে। উদ্ধারকাজে নেমেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। সারা রাত ধরে উদ্ধারকার্যে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) ও মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

গার্ডেনরিচ কান্ডে গ্রেফতার প্রোমোটর

তবে এরই মধ্যে উঠে এলো গার্ডেনরিচের (Gardenreach) বহুতল বিপর্যয়কান্ডের চাঞ্চল্যকর তথ্য। ভিত করা হয়েছিল দোতলার। অথচ, সেখানেই তৈরি হচ্ছিল পাঁচতলা বিল্ডিং। আর তাতেই ঘটলো এত বড় বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল। পুরসভা (Corporation) বিল্ডিং বিভাগ সূত্রের খবর, যে বাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেটি সাত-আট বছরের পুরনো। তার উপর আরও দুই থেকে তিনতলা তৈরি করছিলেন মালিক ও প্রোমোটার। বরো অফিসে তার জন্য আবেদনও জানানো হয় বলে সুত্রের খবর।

গার্ডেনরিচে (Gardenreach) ভবন ভেঙে ফেলার পিছনে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছে এলাকাবাসী। আর সেই অভিযোগ মেনেও নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বিগত ১৩ বছর ধরে ক্ষমতায় তৃণমূল। যদিও এসব বেআইনি নির্মাণের জন্য বাম আমলকেই দোষারোপ করেছেন বর্তমান মেয়র। ইতিমধ্যেই গার্ডেনরিচকাণ্ডে গ্রেফতার করা হয়েছে মহম্মদ ওয়াসিম নামে এক প্রোমোটারকে।

গার্ডেনরিচ (Gardenreach) থানার পুলিশ ধৃত প্রোমোটারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছে। তাঁর বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন, ৩০৭ ধারায় খুনের চেষ্টা ও অবৈধ নির্মাণের জন্য KMC অ্যাক্ট সহ আরও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কি বললেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মেয়র ফিরহাদ হাকিম? জানতে হলে চোখ রাখুন HN Express ডিজিটাল মিডিয়ার অফিসিয়াল পেজ ও চ্যানেলের পর্দায়।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply