রাত পোহালেই জনগর্জন সভা, অভিনবত্বে ঘেরা প্রস্তুতি

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ রাত পোহালেই শুরু তৃণমূল কংগ্রেস আয়োজিত জনগর্জন সভা (Jonogorjan Sabha)। গত দুদিন ধরেই চলছে তারই মহা প্রস্তুতিপর্ব। আজ সেই প্রস্তুতি এক্কেবারে তুঙ্গে। সকাল হতেই শিয়ালদহ স্টেশন (Sealdah Station) চত্বর জুড়ে কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল দেখার মতো। জনগর্জন সভাকে কেন্দ্র করে উত্তরবঙ্গ থেকে সমর্থকরা এসে পৌঁছালেন শিয়ালদহ স্টেশন (Sealdah Station) চত্বরে।

বস্তুত, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ ও রাজ্যের সার্বিক উন্নয়নকে তুলে ধরতেই এই জনগর্জন সভার ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারের ব্রিগেডের মঞ্চকে যেভাবে রণসজ্জায় সুসজ্জিত করে তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC), তা এক কথায় অভিনবত্বে ঘেরা। মূলত তিনটি বড় আকারে মঞ্চ থাকছে, তার ঠিক নীচেই আরও দু’টি ছোট মঞ্চ করা হয়েছে।

এমন বন্দোবস্ত বাংলা আগে কখনো দেখেছে বলে মনে হয় না। মঞ্চ থেকে তৈরি হয়েছে ৩০০ ফুট লম্বা র‍্যাম্প (Ramp)। আর সেই র‌্যাম্প (Ramp) ধরেই হেঁটে জনতার আরও কাছে পৌঁছে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), এমনটাই জানিয়েছে তৃণমূল সরকার। সাথে থাকবেন প্রায় ৬০০ নেতা-নেত্রী। অন্যদিকে, আজ সকাল ৮:১৫ নাগাদ পদাতিক এবং সাড়ে ৮টা নাগাদ কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে কলকাতায় এসে পৌঁছায় তৃণমূল কর্মীসমর্থকেরা (TMC Supporters)।

মূলত কোচবিহার, তুফানগঞ্জ থেকে প্রায় হাজার তিনেক কর্মী-সমর্থক এসে পৌঁছান কলকাতা মহানগরীর বুকে। এছাড়াও আলিপুরদুয়ার থেকেও সমর্থকরা এসে গেছেন। সেখান থেকে তাঁদের বাসে করে গীতাঞ্জলি স্টেডিয়াম (Gitanjali Stadium) এবং ইকো পার্কের (Eco Park) উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে বলে সুত্রের খবর। ট্রেন বাতিলের কারণে উত্তরবঙ্গের সমর্থকদের আসতে কিছুটা বেগ পেতে হচ্ছে ঠিকই, কিন্তু তাতেও তাঁদের মধ্যে উন্মাদনার কমতি নেই।

সড়কপথেও প্রায় পাঁচ থেকে দশ হাজার তৃণমূল কংগ্রেস সমর্থকরা (TMC Supporters) ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন বলে দল সুত্রে জানা গেছে। এছাড়াও আজ সারাদিন জুড়েই শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ থেকে সমর্থকেরা (Supporters) আসতে থাকবেন। আগামীকাল ১০ই মার্চ জনগর্জন সভার মঞ্চ থেকে জনগণের উদ্দ্যেশে ঠিক কি বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী (CM), সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply