January 21, 2025

১৪৪ কোটি দেশবাসী আমার আসল পরিবার : নরেন্দ্র মোদী

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা, বারাসাত : ৭ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) উপলক্ষে বুধবার উত্তর ২৪ পরগণার বারাসাতের কাছাড়ি ময়দানে এক জনসভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। যেখানে প্রধান অতিথি ও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী (Narendra Damodar Modi)। আর সেই সভা থেকেই নিজের পরিবার নিয়ে কিছু কথা শেয়ার করলেন তিনি।

আসন্ন লোকসভা নির্বাচনের আগে এটাই নয়া ট্রিক্স বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বস্তুত নারী দিবসকে সামনে রেখে বিজেপির (BJP) মহিলা মোর্চার আয়োজনে বারাসাতে শক্তি সম্মান সমাবেশে যোগ দিয়েছেন নমো। ইতিমধ্যেই সন্দেশখালি কাণ্ডের জেরে তোলপাড় গোটা দেশ। সেই আবহেই উত্তর ২৪ পরগনায় পদার্পণ মোদীজির। টার্গেট, ২০২৪ এর লোকসভা নির্বাচনে মহিলা ভোট। মোদী সভায় উপস্থিত ছিল সন্দেশখালির সেই নির্যাতিতারাও। 

এদিন সভার মঞ্চ থেকে মোদী বলেন, “আজ আপনাদের আসল সত্যিটা বলছি। গোটা দেশবাসী এখন মোদীর পরিবার (Modi’s family)। কিছু মানুষের মনে হয়, কোনও রাজনৈতিক নেতা আমাকে গালি দিয়েছে, তাই আপনাদের সবাইকে নিজের পরিবার বলছি। আসলে আজ আমি সত্যিটা বলছি।” 

তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলেন, “আমি অনেক ছোটো বয়সে ঘর থেকে একটা ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পরেছিলাম। পরিবার (Family) ছেড়ে দেশের কোণায় কোণায় ঘুরে কিছু খোঁজার চেষ্টা করতাম। আমার পকেটে একটা পয়সাও ছিল না তখন। কিন্তু আপনাদের জেনে গর্ব হবে, আমার পকেটে পয়সা ছিল না, না ছিল মাথার ওপর কোনো ছাদ।

কোনও না কোনও মা-বাবা, কোনও বোন, আমাকে ডেকে প্রশ্ন করত, ‘বাবা/দাদা তুমি কি কিছু খেয়েছো?’ আমি আজ বলছি, বছরের পর বছর আমি পরিবার ছেড়ে ছিলাম। আমার কাছে পয়সাও ছিল না। কিন্তু আমি এক দিনও খালি পেটে থাকিনি। তাই আমি বলি, এটাই আমার পরিবার। ১৪৪ কোটি দেশবাসী (Countrymen) আমার আসল পরিবার।

Advertisements

Leave a Reply