বালুরঘাটে আন্ত: জেলা ফুটবল শুরু ১৪ মার্চ থেকে
HnExpress শিখা দেব, কলকাতা ঃ রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ১৪ই মার্চ থেকে শুরু হচ্ছে বয়স ভিত্তিক আন্ত: জেলা ফুটবল প্রতিযোগিতা (Inter District Football Competition)। এদিন সাংবাদিক বৈঠকে আই এফএ-র সভাপতি অজিত ব্যানার্জি জানান, এবারে চব্বিশটি জেলাকে নিয়ে আটটি গ্রুপে খেলা হবে।
আর খেলা হবে আটটি ভেন্যুতে। অনূর্ধ্ব ১৭ ও ১৪ বছরের খেলোয়াড়দের নিয়ে এই ফুটবল প্রতিযোগিতা (Football Compilation)। মূল লক্ষ্য জেলার ফুটবলারদের তুলে আনা। সবার প্রথমে ১৭ বছর বয়সীদের খেলা শুরু হচ্ছে। এ বিষয় সচিব অনির্বাণ দত্ত বলেন, বয়সের কারচুপি ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফলে এই প্রথম খেলোয়াড়দের বায়োমেট্রিক (Biometric) চালু করা হচ্ছে। আগামীর নব্য প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করবেন প্রাক্তন ফুটবলাররা। প্রতি ম্যাচে থাকবে সেরা খেলোয়াড়দের পুরস্কার। সচিব আরও বলেন, গ্রুপের সেরা আটটি দলকে নিয়ে নকআউট পর্যায়ের খেলা হবে।
সেমি ফাইনাল (Semi Final) ও ফাইনাল (Final) খেলা অনুষ্ঠিত হবে কলকাতায় (Kolkata)। চ্যাম্পিয়ন দল পাবে ১ লক্ষ টাকা আর রানার্স আপ দল পাবে ৬০ হাজার টাকা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস ও বিশ্বজিৎ ভাদুড়ি, দেবব্রত সাহা, সহ সচিব সুফল গিরি, নজরুল ইসলাম ও রাকেশ ঝা।