Bengal Weather সরস্বতী পুজোয় রাজ্যের বেশকিছু জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা
HnExpress ওয়েদার রিপোর্ট : ১৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার দিনভর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও আকাশ ছিল মেঘলা। তবে এরই মধ্যে কাল অর্থাৎ বুধবার সরস্বতী পুজো এবং প্রেম দিবস মানে Valentine’s Day -তেও রাজ্যের বেশকিছু জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বুধবার ১৪ই ফেব্রুয়ারি রাজ্যের ১১টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা (Yellow alert) জারি করা হয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও হালকা ধরনের বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) আরও জানিয়েছে যে, পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে উচ্চচাপ বলয়। তার টানেই বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে ছুটে আসছে এই জলীয় বাষ্প। এর প্রভাবেই মঙ্গল থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি ও নদিয়ায়। তবে বুধবারও ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।
আবার বৃহস্পতিবার ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তবে তা বিক্ষিপ্ত। আর উত্তরের কিছু জেলাতেও সাময়িক বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গল এবং বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুতের (Thunderstorm) পূর্বাভাস। বুধবার এই তিন জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাতেও হতে পারে হালকা-মাঝারী বৃষ্টিপাত।