ITC আইটিসি’র সমাজ উন্নয়ন প্রকল্প মিশন

0

HnExpress অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া : আইটিসি’র সমাজ উন্নয়ন প্রকল্প মিশন হলো একটি সেবামুলক উদ্যোগ। যা আইটিসি’র (ITC) একটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতাপূর্ণ শাখা। মানবজাতির উন্নয়নের জন্য স্বাস্থ্য শিক্ষায় এবং জীবিকা নির্বাহ সংক্রান্ত নানা উন্নয়নমূলক কাজ এই সংগঠনের মাধ্যমে করা হয়ে থাকে। সংগঠনের মধ্যেই একটি Youth Invest Foundation স্বেচ্ছাসেবী সংস্থা এমসিএইচ (Mother and Child Health) স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করে।

হাওড়া জেলার অন্তর্গত চন্ডীপুরের মানিকপুর গ্ৰামীণ হাসপাতালে অর্ধ দিবস ব্যাপী ৯০ জনেরও বেশী আশা কর্মীদের নিয়ে এক ওরিয়েন্টেশন (Orientation) প্রোগাম করা হয়। এই ওরিয়েন্টেশন প্রোগামের লক্ষ্যই ছিল HTSP (Health Timing and Spacing Of Pregnancy), বাল্য বিবাহ প্রতিরোধ করা, কমবয়সী মাতৃত্ব এবং মাতৃ মৃত্যুর হার কমানো। বতর্মানে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যেখানে মাতৃমৃত্যুর অনুপাত (MMR) ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তাই এই বিষয়গুলি নিয়ে যথাযথ ভাবে আলোচনা করা নিতান্তই আবশ্যক।

উপস্থিত সমস্ত আশাকর্মী এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এই বিষয়গুলি ভীষণ ভাবে সমর্থন করেন। এই ওরিয়েন্টেশন প্রোগামের (Orientation) উদ্বোধন করেন তৃষিতা ঘোষ (ITC Sunehera Kaal) তার সংক্ষিপ্ত সূচনা বক্তব্যে, তিনি সমস্ত আশাকর্মীদের প্রতি তাদের কর্মনিষ্ঠ অবদানের জন্য অভিনন্দন জানান। তিনি আরও বলেন, আইটিসি মিশন সুনেহেরা কাল আইটিসি’র উলুবেড়িয়া কারখানার ক্যাচমেন্ট এলাকায় আরও ভাল পরিষেবা সরবরাহের জন্য স্বাস্থ্য ব্যবস্থাকে সমস্ত সহায়তা প্রদান করবেন।

সুদেষ্ণা প্রামাণিক (Senior PHN), বৈশাখী মাইতি (PHN) এবং চন্ডীপুরের মানিকপুর গ্ৰামীণ হাসপাতালের লাবনী চ্যাটার্জী এবং বলরাম সামন্ত এই সেশনে অংশ করেন এবং তাঁদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। ইয়ুথ ইনভেস্ট ফাউন্ডেশনের (Youth Invest Foundation) প্রশিক্ষক অতনু আচার্য সেশনগুলি পরিচালনা করেন। এই সার্বিক আলোচনার মাধ্যমে আগামী দিনে সমাজে মাতৃমৃত্যুর হার কমানোর জন্য আশাকর্মীরা উদ্যোগী ও অঙ্গীকারবদ্ধ হন।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply