পুলিশের ব্যারিকেড ভেঙে শেষে জয় পেলো ইস্টবেঙ্গল
HnExpress শিখা দেব, কলকাতা ঃ অবশেষে পুলিশের ব্যারিকেড ভেঙে জয় পেলো ইস্টবেঙ্গল। ডার্বি ম্যাচের পরে কলকাতা ফুটবলে সোমবার ইস্টবেঙ্গল মুখোমুখি হয় পুলিশ এসি’র বিপক্ষে। খেলার শুরু থেকে ইস্টবেঙ্গল দাপট দেখিয়ে গোল পেয়ে যায় প্রথম পর্বে।
আবার দ্বিতীয় পর্বে ইস্টবেঙ্গল ক্লাবের ভুলে পুলিশ গোল পেয়ে যায়। খেলায় সমতা এলেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। খেলার শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল গোল করে অভাবনীয় জয় পেয়ে যায়।
এদিকে আগামী ১৬ই আগস্ট যুব ভারতী ক্রিড়াঙ্গণে মোহনবাগান সুপার জায়ান্টস খেলবে নেপালের দলের সঙ্গে এএফসি কাপ। এখন শুধু দেখার জয়ের শিরোপা কোন দলের মুকুটে জোটে!