January 15, 2025

কলকাতা ফুটবল লিগে পয়েন্ট নষ্ট করলো মোহনবাগান

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ ডার্বি ম্যাচে হারের পরে এবারে কলকাতা ফুটবল লিগেও পয়েন্ট নষ্ট করল মোহনবাগান সুপার জায়ান্টস ক্লাব। খেলা শেষ করলো আর্মি রেড দলের সঙ্গে ২-২ গোলে।

খেলার শুরু থেকে সবুজ মেরুন ব্রিগেড বেশ দাপট দেখিয়েই চাপে রেখে দেয় প্রতিপক্ষ আর্মি রেড দলকে। প্রথম পর্বে ভিয়ানের গোলে মোহনবাগান এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয় পর্বে খেলার চেহারা বদলে যায় একেবারেই।

আর্মি দলের হয়ে সুকপ্রিত গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। তারপরেই খেলায় গতি বাড়িয়ে আবার গোল পেয়ে যায় সবুজ মেরুন। কিয়ান নাসিরির গোলে দল এগিয়ে যায়।

তবে ইনজুরির সময়ে পেনাল্টি পেয়ে যায় আর্মি রেড দল। পেনাল্টি থেকে গোল করে সৌভাগ্য খেলায় সমতা ফিরিয়ে আনেন এবং এক পয়েন্ট ঘরে তুলে দেন দলকে।

Advertisements

Leave a Reply