মাওবাদীদের বিস্ফোরণে উড়ে গেলো রেললাইন
HnExpress ওয়েবডেক্স নিউজ, ঝাড়খন্ডঃ মাওবাদীদের বিস্ফোরণে উড়ল রেলের লাইন। ঝাড়খণ্ডে ফের সক্রিয় হয়ে উঠলো মাওবাদীরা। তারাই উড়িয়ে দিল গোটা রেললাইন। ঘটনার জেরে হাওড়া-মুম্বই রুটে বিঘ্নিত হয় ট্রেন চলাচল। ওই রুটের একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। এই পরিস্থিতি স্বাভাবিক করতে যু্দ্ধকালীন তৎপরতায় চলে লাইন মেরামতির কাজ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ঝাড়খণ্ডের চাইবাসা এলাকার গোইলকেরা-পোসাইতা স্টেশনের মাঝে একটি ব্রিজের কাছে। বিস্ফোরণে রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে রেলের তরফে জানানো হয়। সেই সময় ওই লাইন দিয়ে শালিমার-কুরলা এক্সপ্রেস যাওয়ার কথা ছিল।
কিন্তু তার আগেই বিষয়টি নজরে আসে এক মালগাড়ির চালাক ও গার্ডের। পুরো ঘটনাটি তাঁরা জানায় নিকটবর্তী স্টেশনকে। এরপর তড়িঘড়ি এক্সপ্রেস ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয় বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। মাওবাদীদের বিস্ফোরণে রেললাইনের ক্ষতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের কর্তারা। শুরু হয় লাইন মেরামতির কাজ।