জাল নথি দেখিয়ে বাংলার কোটা থেকে চাকরি চুরি

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ উঠে এলো নজিরিহীন নিয়োগ দুর্নীতির নয়া তথ্য। ভুয়ো নথি দেখিয়ে কেন্দ্রীয় বাহিনীতে বাংলার কোটায় চাকরি পেয়েছেন ৩৫০০ জন। জাল জাতিগত শংসাপত্র ও ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করে বাংলার জন্য বরাদ্দ কেন্দ্রীয় চাকরি চুরি করছে অন্য রাজ্যের বহিরাগতরা। প্রায় সাড়ে তিন হাজার সরকারি পদ লুট হয়েছে বলেই জানা গেছে।

কেন্দ্রীয় বাহিনীতে চাকরি করার জন্য বাংলা থেকেও কোটা আছে। যদিও সেই চাকরি পেতে গেলে নিজেকে বাংলার বাসিন্দা বলে প্রমাণও করতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট ও কিছু গুরুত্বপূর্ণ নথি দেখাতে হবে। পুলিশ জানাচ্ছে, এইসব সার্টিফিকেটের জাল করে নিজেকে বাংলার বাসিন্দা দেখিয়ে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেয়ে যাচ্ছে ভিন রাজ্যের বাসিন্দারা।এই বিষয়ে ও বাঙালিদের অধিকার নিয়ে বাংলাপক্ষ সংগঠন থেকে সবর হয়।

এবার ঠিক তাঁদের অভিযোগেই আইনি সিলমোহর পড়ল। এসএসসি জেনারেল ডিউটির পরীক্ষা দিয়ে কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদে চাকরি পাওয়া যায়। এইসব চাকরির জন্য বাংলা থেকে প্রায় সাড়ে ৬ হাজার পদ সংরক্ষতি ছিল। দেখা যাচ্ছে বাংলার স্থায়ী বাসিন্দা প্রমাণ করে ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করচ্ছে। অভিযোগ, বিভিন্ন থানা ও ডিআইবি অফিসের সঙ্গে যোগসাজশ করে ভুয়ো সার্টিফিকেট ও নথিপত্র তৈরি করে বাংলার কোটায় চাকরি চুরি করে নিচ্ছে ভিন রাজ্যের বাসিন্দারা।

শুধু ২০২২ সালের চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলার বাসিন্দাই নন, এমন প্রায় ৩৫০০ প্রার্থীর চাকরি হয়েছে শুধুমাত্র ভুয়ো নথি দেখিয়ে। রিপোর্ট অনুযায়ী তদন্তকারীরা বলছেন, ভুয়ো চক্র এই চাকরি চুরির ব্যবসা ফেঁদে বসেছে। আর এই চক্রের খাসতালুক ব্যারাকপুর মহকুমা। এতদিন শোনা যাচ্ছিল টাকা দিয়ে চাকরি কেনা হচ্ছে, কিন্তু এবার খবর এল চাকরি লুটে নেওয়া হচ্ছে মানে এ তো চোখের সামনে একটা গোটা পুকুর চুরি যাওয়া।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply