October 11, 2024

টেবল টেনিস প্রতিযোগিতা দিয়ে শুরু হতে চলেছে নতুন বছর

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ আগত নতুন বছর অর্থাৎ ২০২৪ সালকে স্বাগত জানাবে টেবল টেনিস। আট বছর বাদে আবার জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতার আসর বসতে চলেছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আট বছর বাদে আবার জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে কলকাতায়।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত ও কার্যকরী সহ সভাপতি স্বপন ব্যানার্জি জানান, এবারের প্রতিযোগিতায় প্রায় দেড় হাজার প্রতিযোগী অংশ নেবে। জাতীয় স্তরের খেলোয়াড়রা প্রায় ১৩টি টেবিলে খেলবেন।

খেলোয়াড়দের জন্যে বিশেষ থাকার জায়গা করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় সাত লাখ টাকার আর্থিক পুরস্কার থাকছে। আগামী বছরের ৬ই জানুয়ারি খেলা শুরু হবে। চলবে ১৪ই জানুয়ারি পর্যন্ত। এই টেবিল টেনিস প্রতিযোগিতার সূচনা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

Leave a Reply