দূর্গাপুরে জাতীয় কংগ্রেসের ১৩৮তম প্রতিষ্ঠা দিবস পালন

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদল ও পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের (National Congress) ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস দুর্গাপুরের কাঁশিরাম দাসে অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাড়ম্ভে পালন করা হলো। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। তিনি দলীয় পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

তরুণ রায় তার বক্তব্যে ১৩৮ বছরের কংগ্রেস এর আত্মবলিদান ও কৃতিত্বের কথা তুলে ধরেন, “বর্তমান সময়ে যখন সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিয়ে উঠছে তখন কংগ্রেসের (Congress) বহুও বাদের তত্ত্বই পারে দেশকে একই সূত্রে বেঁধে রাখতে। সেই বার্তা নিয়েই রাহুল গান্ধী (Rahul Gandhi) কোন্নাকুমারীকা থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জড়ো যাত্রা শুরু করেছেন, আগামী ১৪ই জানুয়ারি থেকে রাহুল গান্ধী (Rahul Gandhi) আবার মণিপুর থেকে মুম্বই যাত্রা শুরু করবেন।

তিনি আরও বলেন বিজেপির (BJP) মতো বিস্তার বাদি ও সাম্প্রদায়িক শক্তির হাত থেকে কংগ্রেসই (Congress) পারে ভারতবর্ষকে রক্ষা করতে”। এছাড়া গত দশ দিন ধরে চলা জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের জন্য বিশেষ শিবিরও তিনি পরিদর্শন করেন এবং কংগ্রেসের (congress) কর্মী সমর্থকদের দলীয় তহবিলে দান করার জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠান শেষে তিনি দুর্গাপুরে (Durgapur) বিভিন্ন প্রান্তে শতাধিক প্রয়োজনীয় গরীব মানুষদের কম্বল (blanket) বিতরণ করেন। এই অনুষ্ঠানে তরুণ রায়ের সঙ্গে দুর্গাপুর মহকুমা কংগ্রেস (Congress) সেবাদলের চেয়ারম্যান অমল হালদার, পূর্ণেন্দু পাণ্ডা, সঙ্গীতা ঘোষ, যুব কংগ্রেসের রাজু ঘোষ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply