তারাদের দেশে বর্ষীয়ান কৌতুক তারকা জুনিয়র মেহেমুদ—
HnExpress নিজস্ব প্রতিনিধি, মুম্বাই : মারণসম রোগ ক্যান্সারের কাছে হার মানলো জীবনপ্রদীপ। প্রয়াত বর্ষীয়ান কৌতুক অভিনেতা নঈম সৈয়দ, চলচ্চিত্র জগতে যাঁকে সবাই ‘জুনিয়র মেহমুদ’ নামেই বেশি চেনে। ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬৭ বছরে। পাঁচ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন নঈম।
এর মধ্যে ‘কাটি পতঙ্গ’, ‘মেরা নাম জোকার’, ‘পরওয়ারিশ’, ‘দো অর দো পাঁচ’-এর মতো আরও বহু সফল ছবিতে তিনি অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। ১৯৬৭ সালে প্রথম সঞ্জীব কুমার, বলরাজ সাহানী এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ ছবিতে শিশু অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন নঈম। শিশু কৌতুক অভিনেতা হিসাবে বিস্তর জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি।
নঈম অর্থাৎ জুনিয়র মেহেমুদের চলাফেরা বা কথাবার্তায় বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতা মেহমুদের সঙ্গে হুবহু মিল ছিল। আর মেহমুদই, ‘জুনিয়র মেহমুদ’ নাম দেন নঈমকে। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি মারাঠি ছবিও পরিচালনা করেছিলেন নঈম। কৌতুক অভিনেতা হিসাবে দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও বহু অনুষ্ঠান করতেন তিনি।